যে সবাই ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করবে, তারা নিশ্চয়ই জানে যে রসায়ন বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ। এটি এমন একটি বিষয় যা কম সময়ে আয়ত্তে আনা বেশ কঠিন। তাই, পুরো কলেজ লাইফে যদি কেমিস্ট্রির ওপর দক্ষতা অর্জন না করা যায়, তাহলে অ্যাডমিশন টেস্টে ভালো করতে তোমার জন্য কঠিন হয়ে যাবে, একথা বলার অপেক্ষা রাখে না।
কলেজ জীবন তোমাদের সবার জন্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ, এই সময়টাতে তোমরা একদিকে যেমন এইচএসসি পরীক্ষা এবং অন্যদিকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো। সঠিকভাবে এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি দুই জায়গাতেই ভালো করতে পারো, কিন্তু জানো, এইচএসসি পরীক্ষায় তুমি সিলেবাসের তুলনায় খুব কম সময় পাবে। তাই, এ সময়টাকে সর্বোচ্চভাবে ব্যবহার করতে তোমাদের প্রয়োজন একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম যা তোমার বেসিক থেকে অ্যাডভান্সড পর্যায় পর্যন্ত তোমাকে প্রস্তুত করবে।
কেমিস্ট্রি বিষয়টিতে এ প্লাস পেতে প্রচুর পরিশ্রমের প্রয়োজন। সঠিক গাইডলাইন এবং নিয়মিত অনুশীলনের অভাবে প্রতি বছর অনেকেই এ প্লাস হাতছাড়া করে ফেলে। এজন্যই কেমিস্ট্রির একটি বিশেষ প্রোগ্রাম প্রয়োজন, যা শুধু তোমার বেসিক ক্লিয়ার করবে না, বরং তোমাকে শুধুমাত্র GPA 5 নয়, বরং সর্বোচ্চ নম্বর অর্জনেও সহায়তা করবে। আর এজন্যই জুয়েল কেমিস্ট্রি নিয়ে এসেছে এই রসায়ন বিষয়ক অনলাইন ব্যাচ।
প্রোগ্রামের বিষয়বস্তু:
রসায়ন প্রথম পত্র
রসায়ন দ্বিতীয় পত্র
HSC 2026 অনলাইন ব্যাচ – রসায়ন প্রোগ্রামে যা যা থাকবে:
১) লাইভ ক্লাস
২) রেকর্ডেড ক্লাস
৩) দাগানো লেকচার স্লাইড
৪) টিচারের প্রতিটি অধ্যায়ের গোছানো লেকচার শিট
৫) লেকচার শিটের প্রিন্টেড কপি (Add-ons)
৬) MCQ Quiz Bank
৭) ডেইলি এক্সাম (MCQ Exam)
৮) ইন-ক্লাস পোল কুইজ
৯) লাইভ ক্লাসে একজন শিক্ষক পড়াবেন, এবং সেই ক্লাসের ডাউট সল্ভ করবে একাধিক শিক্ষক
১০) ডাউট সেকশন
১১) এক্সামের লিডারবোর্ড
১২) ফেসবুক কমিউনিটি
১৩) HSC 25 এর রেকর্ডেড ক্লাস
এই প্রোগ্রামের কনটেন্ট থেকে বুঝতেই পারছো, এটি তোমাদের জন্য একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির প্রোগ্রাম। এছাড়া, লিডারবোর্ডের মাধ্যমে তুমি জানতে পারবে তুমি অন্যদের থেকে কতটা এগিয়ে আছো বা পিছিয়ে আছো, যা তোমাকে নিয়মিতভাবে আরও ভালো করার প্রেরণা দিবে। এবং পার্সোনাল স্টাডির জন্য রয়েছে নানা আয়োজন। সবমিলিয়ে, এইচএসসি রসায়ন প্রস্তুতির জন্য এই এক প্রোগ্রামই তোমার জন্য যথেষ্ট।
তাহলে আর দেরি না করে এখনই এনরোল করো, এবং প্রস্তুতি নাও ১০০ তে ১০০!